রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট গাজীপুরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ বেগম খালেদা জিয়ার সুস্থতা মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি কামনায় মিলাদ ও দোয়া  সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই : সাদরিল আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন  -মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম নাসিকের সেবা থেকে ফতুল্লা অঞ্চলকে বঞ্চিত করেছে শামীম ওসমান – আব্দুল জব্বার  আওয়ামী লীগের কর্মসূচী দেওয়ার সাহস দিয়েছে  প্রশাসন — আজিজুল ইসলাম রাজীব   পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়: ডাঃ শফিকুর রহমান   না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী সমাবেশে যোগদান

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে ক্রোণী ও অবন্তী’র শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ 🪪
বাংলাদেশে শ্রমিক অসন্তোষ এখন বিরূপ আকার ধারণ করেছে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় পোশাক শিল্পাঞ্চল এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক কর্মচারীদের প্রাপ্য বেতন বোনাসের দাবীতে শ্রমিক অসন্তোষ, অস্থিরতা, বিক্ষোভ, সংঘর্ষ প্রভৃতি। অনুরূপ সারাদেশের ন্যায় বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে।
রবিবার ১৯ জানুয়ারী বিকাল ৩ টায় নাারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড’র শ্রমিক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সভানেত্রী জিয়াসমিন আক্তার’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক নেতা মো.শাহীন আলম, মো. আনোয়ার, সাইফুল ইসলাম শরীফ, ইকবাল হোসেন, ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড নেতা মো. সবুজ, ছাত্র জাগরণ মঞ্চ’র সমন্বয়ক রাজিয়া রিয়া প্রমুখ।
বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, ক্রোণী ও অবন্তী’র মত শত শত গার্মেন্টসের শ্রমিকদের প্রাপ্য মজুরি কেন পাচ্ছে না সে বিষয়ে সরকারী কর্মকর্তাদের যেন কোন মাথা ব্যথার নেই। প্রতিদিনই সময় চলে যাচ্ছে কিন্তু শ্রমিকের তিন বেলা খাবার জোগাড় হচ্ছে না। কিন্তু প্রশাসন তাদের পরিবারদেরকে নিয়ে ভালোই রয়েছে। সরকারি কর্মকর্তারা গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য বকেয়া বেতন প্রাপ্তিতে সহায়তা না করে তারা শুধু অফিসে অফিসে মিটিং করে আর কাচ্চি বিরিয়ানি খায়। অপর দিকে শ্রমিকের ক্ষুধা মেটানোর টাকা নেই। বেআইনি অবৈধ লে অফ বাতিল সহ সকল শ্রমিক কর্মচারীদের পাওনা বেতন ভাতা পরিশোধ করা নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিকেএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে ও আমাদের কোন লাভ হচ্ছে না। সারা দেশে সকল পোশাক শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে ক্রোণী এ্যাপারেলস্ ও অবন্তী’র শ্রমিক নেতৃবৃন্দ। উক্ত  কোম্পানির মালিক আসলাম সানিকে গ্রেফতার করে সুষ্ঠু সমাধান করতে পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক/কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেহ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে  তালবাহানা করছে।
তিনি বলেন, বেআইনি অবৈধ লে অফ বাতিল সহ সকল শ্রমিক কর্মচারীদের পাওনা বেতন ভাতা পরিশোধ করতে কেন এবং কোন কারনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিকেএমইএ’র সভাপতি গড়িমসি করছে তা সাধারণ শ্রমিক কর্মচারীদের বোধগম্য নয়। বার বার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের তারিখ পরিবর্তন করা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জন্য খুবই লজ্জাজনক। অনতিবিলম্বে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর সকল চাকুরিচ্যুত শ্রমিকদের তাদের ন্যায্য বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দেশের প্রচলিত শ্রম আইনের ধারা অনুসারে সকল শ্রমিকদের দ্রুত তাদের পাওনা বেতন পরিশোধ করা না হলে মালিকের শাস্তির ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে প্রধান উপদেষ্টা দপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, কল কারখানা অধিদপ্তরের পরিচালক  বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেবসহ একাধিক সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে স্বারকলিপি দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমাদের ন্যায্য দাবী বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানাই মালিক কর্তৃপক্ষকে। কিন্তু অনতিবিলম্বে বকেয়া বেতনের পরিশোধ না করা হলে সাধারণ শ্রমিক কর্মচারী বৃন্দ কঠোর আন্দোলন কর্মসুচিতে নামতে বাধ্য হবে হুশিয়ারি করেন তিনি।
এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিক আসলাম সানি, সিও হুমায়ুন, ইনচার্জ রিগ্যান এবং একাউন্টেন্ট রাকিবকে অতিদ্রুত গ্রেফতার করা হলে হাজার হাজার শ্রমিক কর্মচারীর প্রাপ্য  শ্রমের মজুরি আদায় করা সম্ভব। মানববন্ধনে চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেব’র জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করে ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102