কাশিপুর উত্তর গোয়ালবন্দে দারুল আরক্বাম কওমী মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুকবার ১০জানুয়ারী বাদ আছর উত্তর গোয়াল বন্দ খিলমার্কেট টু বাংলা বাজার মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে কাশিপুর ঈদগাহ মুহাফেজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও অএ মাদ্রাসার সভাপতি নাজিম উদ্দিন বিশ্বাস এর সভাপতিতে প্রধান বক্তা হিসেবে মাহফিলে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা আলহাজ্ব মাওলানা আবু তাহের জিহাদী দা.বা. শায়খুল হাদীস ও মোহতামিম দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি মিতারা আশরাফুল উলূম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা হাফেজ মোস্তাফিজুর রহমান নোমানী দা.বা.,কাশিপুর দারুল আরক্বাম কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, কাশিপুর দারুল আরক্বাম কওমী মাদ্রাসার নায়েব মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুফতী জসীমুদ্দিন কাসেমী।
মাহফিলে অএ মাদ্রাসার ৮ জন হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ী প্রদান করেন প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা আবু তাহের জিহাদী দা.বা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অএ মাদ্রাসার দাতা সদস্য ও তনু সিকদার ওয়ারিশ গং আমজাদ শিকদার ও অএ মাদ্রাসার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মিন্টু।