নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস রিসাইক্লিন কালার্ড ফাইবার ম্যানুফ্যাকচারস এন্ড টেড্রার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
শনিবার ২৭ মে সন্ধ্যা বিকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ১১ টি জাতীয় ও ৩৩ টি জেলা ভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে শিল্প খাতে ১১ বার সি. আই. পি. অর্জন করায় ও রপ্তানি পোশাক শিল্পে প্রথম বারের মতে বাংলাদেশের তৈরি লেখাটি সংযুক্ত করায় সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস রিসাইক্লিন কালার্ড ফাইবার ম্যানুফ্যাকচারস এন্ড টেড্রার্স এসোসিয়েশনের সভাপতি মাহফুজ আনাম,রোটারিয়ান নুরুজ্জামান জিকু, প্রদীপ কুমার, শরীফ মাহমুদ, আলতাফ হোসেন, মো. রিপন,মো,উচ্ছাস, মো. দোলন প্রমুখ।