বুধবার (৮ই জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ১৪ নং-ওয়ার্ড বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষে জনগনের কাছে লিফলেট ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতায় এসেছে। এখন অনতিবিলম্বে তারা নির্বাচন না দিয়ে সংস্কার সংস্কার করে চিৎকার করছে।
এ্যাড, টিপু বলেন আমার রাজনৈতিক অভিবাবক তারেক জিয়া বিভিন্ন কুটনৈতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজিবিদের সাথে পরামর্শ করে এই ৩১দফা দাবি পেশ করেছে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবেন। এই ৩১দফায় ছাত্র-শ্রমিক-জনতা ও নারীদের ক্ষমতায়নের কথা বলা আছে।
এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান।
এসময় ১৪নং- ওয়ার্ড বিএনপির সভাপতি হাম্বী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, মোঃ জুবায়ের, মোঃ বাদল, মহানগর বিএনপির সদস্য থাকিত মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদুর রহমান, মহিলা দলের আহ্বায়ক দিলারা মাসুদ ময়না,১৩নং-ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, সহ সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ সাহাবুদ্দিন, মোঃ মনির হোসেন, সহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে অত্র এলাকায় অসচ্ছল মানুষের মাঝে কম্বল ও লিফলেট বিতরণ করা হয়।