শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ  দোকান ও মাছ বাজার  উচ্ছেদের দাবী এলাকাবাসীর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ 🪪
জালকুড়ি বাস স্ট্যান্ড নতুন ব্রিজ সংলগ্ন জালকুড়ি রোডের পাশে অবৈধ ভাবে দলখদার  মাছ বাজার  ও ফল ব্যবসায়ীদের অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদের দাবী পরিবহন চালক ও স্হানীয় এলাকাবাসীর। এ অবৈধ বাজারের কারনে প্রতিনিয়ত  জনগনকে অনেক দুর্ভোগ পোহাতে হয়।  স্হানীয়রা  প্রশাসনের নিকট এ অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলো  উচ্ছেদ করে দখল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। 
সরোজমিনে গিয়ে  দেখা যায় যে, রাস্তার দুপাশে মাছ ব্যবসায়ী ও ফলের দোকানদার তাদের দখলে নিয়ে সরকারি কোন অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর যাবৎ। তাদের এ অবৈধভাবে বাজার গড়ে তোলাতে সৃষ্টি হচ্ছে যানজটের।  জালকুড়ি এলাকার বাস স্ট্যান্ড সড়ক হতে  নারায়ণগঞ্জ টু আদমজী সড়কের সংযোগ হবার কারনে সাধারণ পরিবহন থেকে শুরু করে অনেক মালবাহী গাড়ী চলাচল করে থাকে। অবৈধ দোকানের কারনে রাস্তাটি সরু হওয়ায় এ সব পরিবহনকে পড়তে হয় বিপাকে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কোন লীজ না নিয়ে এই সরকারি ভূমিতে  দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারি জায়গা হওয়ায় সরকার যে কোন সময় তাদের সড়ে যেতে বললে তাঁরা চলে যাবে। তাঁরা
কাউকে কোন চাঁদা  না দিলেও প্রতিটি দোকানীকে বিদ্যুৎ ব্যবহারের জন্য আসলাম নামে এক ব্যক্তিকে  বিদ্যুৎ বিল হিসেবে টাকা দিয়ে  থাকে । এই বাজারের বিদ্যুৎ সংযোগ তাঁর নিয়ন্ত্রণে।
কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বললে তাঁরা বলেন, আগে একটি সড়ক ছিলো এখন পুরনো রাস্তার পাশে নতুন ব্রিজ তৈরি হওয়ায় প্রতিদিন আমাদের যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হয়। কিন্তু ব্রিজের নীচে নামতে গেলে এসব দোকানের কারনে সহজ ভাবে রাস্তা দিয়ে চলাচল সম্ভব নয়। এ অবৈধ বাজার সড়িয়ে দিয়ে এখানে জনসাধারণের সুবিধার্থে  পরিবহনের জন্য একটি স্ট্যান্ড দরকার। যাত্রীরা যেনো নিরাপদে উঠানামা করতে পারে আর আমরা   পরিবহন গুলো রাখতে পারি। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

এলাকাবাসীর মতে  আসলাম এই সব অবৈধ দখলকারী দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দোকানের কারনে  রাস্তায় যানজটের ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা রাস্তার দুপাশ দখল মুক্ত চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102