সরোজমিনে গিয়ে দেখা যায় যে, রাস্তার দুপাশে মাছ ব্যবসায়ী ও ফলের দোকানদার তাদের দখলে নিয়ে সরকারি কোন অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর যাবৎ। তাদের এ অবৈধভাবে বাজার গড়ে তোলাতে সৃষ্টি হচ্ছে যানজটের। জালকুড়ি এলাকার বাস স্ট্যান্ড সড়ক হতে নারায়ণগঞ্জ টু আদমজী সড়কের সংযোগ হবার কারনে সাধারণ পরিবহন থেকে শুরু করে অনেক মালবাহী গাড়ী চলাচল করে থাকে। অবৈধ দোকানের কারনে রাস্তাটি সরু হওয়ায় এ সব পরিবহনকে পড়তে হয় বিপাকে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কোন লীজ না নিয়ে এই সরকারি ভূমিতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারি জায়গা হওয়ায় সরকার যে কোন সময় তাদের সড়ে যেতে বললে তাঁরা চলে যাবে। তাঁরা
কাউকে কোন চাঁদা না দিলেও প্রতিটি দোকানীকে বিদ্যুৎ ব্যবহারের জন্য আসলাম নামে এক ব্যক্তিকে বিদ্যুৎ বিল হিসেবে টাকা দিয়ে থাকে । এই বাজারের বিদ্যুৎ সংযোগ তাঁর নিয়ন্ত্রণে।
কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বললে তাঁরা বলেন, আগে একটি সড়ক ছিলো এখন পুরনো রাস্তার পাশে নতুন ব্রিজ তৈরি হওয়ায় প্রতিদিন আমাদের যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হয়। কিন্তু ব্রিজের নীচে নামতে গেলে এসব দোকানের কারনে সহজ ভাবে রাস্তা দিয়ে চলাচল সম্ভব নয়। এ অবৈধ বাজার সড়িয়ে দিয়ে এখানে জনসাধারণের সুবিধার্থে পরিবহনের জন্য একটি স্ট্যান্ড দরকার। যাত্রীরা যেনো নিরাপদে উঠানামা করতে পারে আর আমরা পরিবহন গুলো রাখতে পারি। কিন্তু তা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর মতে আসলাম এই সব অবৈধ দখলকারী দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দোকানের কারনে রাস্তায় যানজটের ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা রাস্তার দুপাশ দখল মুক্ত চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।