শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা বাসে ডাকাতির ঘটনায় দশদিন পর তিন ডাকাতকে গ্রেপ্তার টক অব দ্য টাউন, না’গঞ্জের বিভিন্নস্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার সোনারগাঁয়ের কোকো’র ১০তম মৃত্যুবাষিকীতে মিলাদ,দোয়া ও কম্বল বিতরণ হোসিয়ারী মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো নির্বাচনী প্রচারনায় –বদিউজ্জামান  বদু খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ২৫তম ওরস মোবারক উপলক্ষে রাজার উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত  আইলপাড়া এলাকায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ না’গঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ও কর্মশালা উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় 

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ 🪪

নারায়ণগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টায় তার ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

এরপর কনককে ক্লোজড করা হয়। গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকে কনক। এই ঘটনার দুই বছর পর গত বছরের ২১ অক্টোবর মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102