বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২রা জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ১ম জানাজা বাদ আসর নগরীর ডিআইটি মসজিদে অনুষ্ঠিত হয় । দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পরে উনার দাফন সম্পন্ন হশ।
জানাযা ও দাফন অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, আত্বিয় সজন,গুনগ্রাহী সহ অসংখ্য মানুষ অংশ গ্রহন করে। এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জের মাঠ প্রজায়ের কর্মরত সাংবাদিকদের মাঝে, সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।