শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

না’গঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২১ 🪪
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন’র নেতৃত্বে এ বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালীকে সফল করার লক্ষ্যে দুপুর থেকে ফতুল্লা থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের খন্ড খন্ড মিছিল নিয়ে এ র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে মিছিলটি জামতলা কেন্দ্রীয় ঈদগাহ্ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।
র‌্যালীপূর্বক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান দোলন বলেন- ছাত্রদলের জন্ম কোন কদম তলায় হয়নি। ছাত্রদলের জন্ম হয়েছে মানুষকে নির্যাতন মুক্ত করতে। গত ১৬ বছর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে জাতীয়তাবাদী দলের উপর। এ আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জেলা ছাত্রদল। আমি বিগত দিনে হামলা মামলার স্বীকার হয়েছি। বাড়ি ঘরে থাকতে পারিনি। ছাত্রদল সুসংগঠিত ও ভদ্র ছেলেদের নিয়েই গঠিত। ছাত্রলীগ যেখানে টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যক্রম করেন, সেখানে ছাত্রদল মায়ের আঁচল থেকে টাকা এনে রাজনীতি করেন। যারা আমার সঙ্গে আছে, তারা কর্মী না আমার ভাই। আমাকে জেলা ছাত্রদলের দায়িত্ব দিলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এ সংগঠনকে আরও সুসংগঠিত করার জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন’র নেতৃত্বে এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, ফতুল্লা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক মোহন আহমেদ, জনি, এনামুল রাব্বি, সদস্য নাফিজ আবদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর জুবায়ের, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক, সাধারণ সম্পাদক সাগর, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন ইমন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102