ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা কারারুদ্ধ জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক হাজী সুমন মাহমুদ।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ২০২৪ কালের গর্ভে হারিয়ে যাবে ঠিকই সেই সালটি ইতিহাস হয়ে থাকবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি লাভ করে। সেদিনের গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আহতদের সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক কারারুদ্ধ জাকির খানের ৭ জানুয়ারি মিথ্যা মামলার রায় হবে। আমার নেতা জাকির খান নতুন বছরে শুভেচ্ছার বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে,ইনশাল্লাহ্। এই প্রত্যাশাকে সামনে রেখে সবাইকে জাকির খানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল পূর্নতা-অপূর্ণতা, দুঃখ-বেদনাকে পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে দূর্বার গতিতে এগিয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ।