২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের তৃণমূল দায়িত্বশীল ও জনশক্তিদের নিয়ে প্রতি দু’বছর পরপর এ অধিবেশন আয়োজন করা হয়ে থাকে।
গত কয়েকবছর সোহরাওয়ার্দী উদ্যানে এই অধিবেশনের অনুমতি চাওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার অনুমতি দেয়নি। গত ৫ আগস্ট আওয়ামিলীগের পতনের পর এবার অনুমতি পেয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অধিবেশন করছে দলটি। ইতিমধ্যে সারাদেশের মতো নারায়ণগঞ্জ শহরেও ব্যানার, ফেস্টুন লাগানো ও গণসংযোগের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, এবারের অধিবেশনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে দলের তৃণমূলের অন্তত তিন হাজার জনশক্তি ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবে। সেখান থেকে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার কথা রয়েছে।
অধিবেশনে অতিথি হিসেবে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনডিএম, নেজামে ইসলাম পার্টি-সহ প্রতিনিধিত্বশীল সকল দলের নেতৃবৃন্দ, দেশবরেণ্য উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবীবৃন্দ উপস্থিত হবেন। দেশ-বিদেশের ডেলিগেটদের পদচারণায় মুখরিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। অধিবেশন উদ্বোধন করবেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমীর বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন- খেলাফত মজলিস মনে করে মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ‘ইসলাম’। খোলাফায়ে রাশেদীনের আদর্শের আলোকে যদি আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারি তাহলেই দেশ ও জনগণের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব। বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করে কাঙ্খিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকে জাতীয় ঐক্য জরুরি। মানব মুক্তির শ্বাশ্বত আদর্শ-খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করা ও চলমান রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন আনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতীর সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা।
তিনি আরো বলেন, খেলাফত মজলিসের এ তৃণমূল কাউন্সিল সফলে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিবৃন্দকে অধিবেশনের দাওয়াত দেয়া হয়েছে। সবাই আন্তরিকভাবে খেলাফত মজলিসের দাওয়াত গ্রহণ করেছেন। অধিবেশন সফলে আমরা সর্বস্তরের জনগণের বিশেষ দোআ কামনা করছি।