শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ 🪪
 আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সাথে থাকুন পাশে পাবেন স্লোগানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গি পার্কে বিজয় উৎসব করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একজন বিধবা নারীকে সেলাই মেশিন ও একজন বেকারগ্রস্থ পুরুষকে আর্থিক অনুদান হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিজয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আ ফ ম মশিউর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র। সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের স্বাবলীল উপস্থাপনায় মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিজয় উৎসবে আরো উপস্থিত ছিলেন মডেল গ্রুপের মানবিক যোদ্ধা মোঃ মনির সরদার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রিফাত, প্রসিকিউটর ফৌজিয়া রহমান নিলিম, জয়িতা পুরস্কারপ্রাপ্ত সংগঠক জান্নাতুল ফেরদৌসী ঝুনু, অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ চৌধুরী, আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার মোঃ সেলিম, তরুন নারী উদ্যোক্তা ইলমা আক্তার মিতু সহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও নারী উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবীগণ। আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাদু প্রদর্শন করেন যাদু শিল্পী কবির প্রধান। অনুষ্ঠানে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সফল শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে শুভেচ্ছা উপহার সহ বিভিন্ন শ্রেণি পেশার গুণী ব্যক্তিদের বিজয় উৎসবের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্র এর মধ্যে নরসিংদী সাকিয়া জামান, মাদারীপুরের মৌসুমী ও নারায়ণগঞ্জের সাফিনা শরীফ হিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন। পরিশেষে মানবিক যোদ্ধা, সংগঠক, স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা সংগঠনের কর্মসূচীগুলো বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা চেয়ে সেবার মান বৃদ্ধি করার জন্য মানব কল্যাণ পরিষদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102