বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে স্থানীয় একটি পত্রিকা, এমনটা দাবি করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২২শে ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানান ব্যাবসায়ীরা ।
এ সময় বিকেএমইএ, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এবং বিসিক শিল্প মালিক সমিতির সদস্য প্রতিষ্ঠান সমূহের পক্ষে ২৯৮ জন সদস্য প্রতিষ্ঠানের মালিকের স্বাক্ষর সম্বলিত ৩ টি শীট সংযুক্ত করে, বিকেএমইএ‘র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. সেলিম সারোয়ার ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সহ-সভাপতি আবু তাহের শামীম সহ প্রায় ও দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জেলা প্রশাসকের নিকট ওই স্মারকলিপি প্রদান করেন।