শুক্রবার(২০শে ডিসেম্বর) সকাল ৯ টায় নগরীর জামতলা একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মহানগরী শাখার সভাপতি হাফেজ আব্দুল মোমেনের সভাপতিত্বে ও মোঃ সোলায়মান হোসাঈন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ন.ম শামসুল ইসলাম।
এসময় শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হচ্ছে ১৮কোটি মানুষের দেশ। এদেশের অধিকাংশ মানুষই শ্রমজীবী ও মেহনতি। যথার্থ পরিসংখ্যান না হলেও আমরা ধারনা করতে পারি শতকরা ৬০ ভাগ মানুষ নিম্নবিত্ত, শ্রমজীবী ও মেহনতি মানুষ। শতকরা ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোন পরিবর্তন আনা সম্ভব নয়। বিশেষ করে আমাদের মত গণতান্ত্রিক দেশে যেখানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় সেখানে বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোন পরিবর্তন আশা করা যায় না। তাই শ্রমজীবী মানুষের এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করে জীবন বিধান দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করার দ্বায়িত্ব আমাদের। আল্লাহ পাক অধিকাংশ নবীকে পাঠিয়েছেন শ্রমজীবী মানুষ হিসেবে। দ্বীন কায়েমের জন্য শ্রমজীবী মানুষের গুরুত্ব অনেক। কারন তারা খাদ্য উৎপাদন করে, শিল্প-বাণিজ্য, পরিবহন যা কিছু আছে সবকিছু শ্রমজীবী মানুষের হাতে। তারা যেদিকে যাবে সফলতা আসবেই। পৃথিবীর যেখানেই পরিবর্তন এসেছে সেখানেই শ্রমজীবী মানুষের শ্রমের মাধ্যমেই এসেছে। আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধেও মেহনতি মানুষের ভূমিকা ছিলো সবচাইতে বেশী। তাই দেশের পরিবর্তনের জন্য শতকরা ৬০ জন মানুষকে একত্রিত করা কোন অসম্ভব কাজ নয়।
তিনি আরও বলেন, আল্লাহর দ্বীন কায়েম করতে হলে অবশ্যই ঈমানদার হতে হবে। আল্লাহর দ্বীন কায়েম করতে হলে সংগ্রাম ছাড়া বিকল্প কোন পথ নেই। এজন্য শ্রমজীবী ও মেহনতি মানুষকে সংগঠিত করতে হবে। নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠন যাতে সবকিছুর উর্ধ্বে থাকে, শ্রমিক সংগঠন যেটা চাইবে সেটাই যেন হয়।
মহানগর, উপজেলা, ওয়ার্ড ভিত্তিক ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সাধারণ মানুষকে দাওয়াত দিতে হবে। আমি যেসকল কথা বলেছি সেগুলো বুকে ধারন করে তাদেরকে পরিচালনা করবেন। তাহলে দেখবেন বালাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মানুষের সবচাইতে প্রিয় সংগঠন হিসেবে গড়ে উঠবে। এভাবে গড়ে তুলতে পারলে এটা একটা বিপ্লব, উপযোগী সংগঠনে গড়ে উঠবে। এছাড়াও প্রতিটি সেক্টরে আমাদের ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। কারন ট্রেড ইউনিয়ন হচ্ছে সরকার স্বীকৃত শ্রমিকদের দাবী-দাওয়া আদায়ের সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যের পূর্বে মহানগরীর নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী
২০২৫ ও ২০২৬ সেশনের কার্যকরী কমিটির সভাপতি – হাফেজ আব্দুল মোমিন, সহ-সভাপতি মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, সহ সাধারণ সম্পাদক এড. সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদিকা মরজিনা বেগম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, এরশাদ খান ট্রেড ইউনিয়ন সম্পাদক, সাইদুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসাইন, আইন-আদালত সম্পাদক ডা. সাইদ হোসাইন, সাহায্য ও পূর্নবাসন সম্পাদক মোঃ আব্দুর রব, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্য্যকরি সদস্য – মোঃশহিদুল ইসলাম খান, আবু সাঈদ, রুহুল আমীন, মামুন বেলাল, মমতাজ মোহসীন, দিলরুবা আক্তার, মোহাম্মদ আলী, গোলাম ফারুক, ডাঃ আলাউদ্দিন, কামরুজ্জামান, শামসুদ্দিন, সুজন আলী, মাসুদ আলম, আব্দুল আলিম, মহিউদ্দিন, উম্মে সালমা, হাসিনা আজীজ, মানসুরা আক্তার, আনোয়ার হোসাইন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, নারায়ণগঞ্জ মহানগরের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল জব্বার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমীন, ঢাকা দক্ষিনের সহকারী পরিচালক এস.এম শাহজাহান সহ প্রমূখ।