নাগরিক ঐক্যের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোক বার্তায় গিয়াসউদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে নারায়ণগঞ্জ একজন সৎ ও নির্ভিক একজন অভিভাবক হারিয়েছে। নতুন এই বাংলাদেশ পুনঃনির্মাণের ক্ষেত্রে এস এম আকরামের মত অভিজ্ঞ রাজনীতিকের প্রয়েজনীয়তা অনেক বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এস এম আকরামকে বেহেশত নসিব করুন। আমিন।