শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ 🪪
 মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গঠিত বিজয় মেলা আয়োজন উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ৮ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর আয়োজনে সম্মেলন কক্ষে এ উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ মোঃ সাকিব আল রাব্বি এর সভাপতিত্বে সভাটিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,   মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভূইয়া, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মুনা প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির দিক বিবেচনায় এ বছর মেলা আয়োজনে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা। তাছাড়া বিজয় মেলায় কোন অপশক্তি দ্বারা কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। আমরা এই বিজয় মেলায় সকলে সম্মিলিত ভাবে অংশগ্রহনে আমন্ত্রণ জানাই।
সভায় মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে একটি স্ট্রল বরাদ্দ থাকবে। যেখানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের  শহীদদের স্মৃতি চারনেও স্ট্রল বরাদ্দ থাকবে। তাছাড়া মহান বিজয় দিবস-২০২৪ এর বিজয় মেলায় কোন অপশক্তি ফ্যাসিবাদীদের দোসর’রা কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরে দেয়ার আহবান জানাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা জনগণ ও প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ সেবায় সব সময় প্রস্তুত রয়েছে। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে একটি আনন্দঘন ও বর্নাঢ্য বিজয় দিবস উদযাপন করবো।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102