শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শীঘ্রই প্রকাশিত হচ্ছে রফিউর রাব্বি রচিত “নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ বিএনপি নেতার বাবার মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন

বৃহত্তর কুমিল্লা ক্লাসিক হাউজিং এর নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ 🪪
অরাজনৈতিক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান বৃহত্তর কুমিল্লা ক্লাসিক হাউজিং (বিসিসিএইচ) এর কার্যনির্বাহী কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের দিগবাবু বাজারের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ৭ ডিসেম্বর রোজ শনিবার বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালিব’র সভাপতিত্বে বিসিসিএইচ প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে প্রানবন্ত আলোচনার মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের কন্ঠ ভোটের মাধ্যমে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয। সেই সাথে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক নিয়ে ৩ জনের সমন্বয়ে একটি ব্যাংক হিসাব খোলার জন্য ও সম্মিলিতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালিব, উপদেষ্টা হিসেবে ডা. মোঃ জাকির হোসেন, মোঃ আবু বকর সিদ্দিক ও মোঃ নূরুল ইসলাম।

কার্যনিবার্হী পরিষদের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামান খান শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শাহাদাৎ হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফজলুল হক, দপ্তর সম্পাদক খোকন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারাজনা আক্তার লিপি, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মনোয়ার হোসেন শামীম, মোঃ ইয়াসিন দেওয়ান ও মোঃ আনোয়ার হোসেন।

উপস্থিত সকলেই নব নির্বাচিত কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটিকে আনন্দের সাথে করতালির মধ্য দিয়ে বরণ করেন এবং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবেন বলে বিশ্বাস ও ভরসা রাখেন। নব নির্বাচিত কমিটি তাদের কর্তব্যরত দ্বায়িত্ব সততার সাথে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102