কাশিপুর মধ্যনরসিংপুর দারুল উলূম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ ডিসেম্বর বাদ আসর মধ্য নরসিংপুর ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবরারুল হক হাতেমী খতিব মারকায জামে মসজিদ মুন্সিগঞ্জ জেলা শহর।
বিশেষ বক্তা ছিলেন মুফতি আবু হানিফ মাহমুদী খতিব ফালুশাহ জামে মসজিদ নাঃগঞ্জ।
আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন এস এম জসিম উদ্দিন,সিরাজ মিয়া, সাইদুর রহমান,নুর আলম সিদ্দিকী,আজহারউদ্দিন,খোকন,আলী হোসেন, গনি মিয়া,আ ফ ম বেলাল হোসাইন জাবেদি প্রমূখ।
মাহফিলের সভাপতিত্ব করেন হাজী নুরুল ইসলাম সভাপতি অএ মাদ্রাসা।মাহফিলে আরজ গুজার ছিলেন মাওলানা বেলাল হোসাইন মুহতামিম অএ মাদ্রাসা।