বুধবার (২৭শে নভেম্বর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি আদালতে চত্বর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা অবিলম্বে আইনজীবী আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি ও উগ্রবাদী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবিতে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে বার সমিতির সভাপতি এড, সরকার হুমায়ুন কবির বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, ইসকনের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পাঁয়তারা করছে। উগ্রবাদী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে।বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে। এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ম করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন এই হত্যাকান্ড মধ্যযুগীয় বরবরতা কে হার মানিয়েছে । আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবন যাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আঃ বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা ।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, সিনিয়র আইনজীবী এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আলম খান, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড সালাহউদ্দিন ভূঁইয়া সবুজ, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. কাজী রাশিদা আক্তার, এড. মাকসুদা আক্তার রুমী, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. মামুন মাহামুদ মিয়া, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড. মো. আদনান মোল্লা, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া সহ প্রমূখ।