শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচনে মুফতি মনির হোসেন কাসেমীকে বিজয়ী করে সংসদে নিয়ে যাব : মাওলানা ফেরদাউসুর রহমান  আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে : নাহিদ এমপি প্রার্থী সিরাজুল মামুনের সাথে বন্দর থানা নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময়  ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মুক্তি নেই: মাওলানা দ্বীন ইসলাম জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে না’গঞ্জ মহানগর বিএনপি’র মৌন মিছিল জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ওলামা দলের দোয়া মাহফিল তারেক রহমানের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদে জোসেফের বিক্ষোভ মিছিল  তারেক রহমান ১৬বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে : সাদরিল জামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন আল মুজাহিদ মল্লিক ফতুল্লায় এমপি পদপ্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় উভয় পক্ষের মামলা প্রত্যাহার ও সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৫ 🪪
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে গত ২৯ অক্টোবর স্থানীয় একদল ফটোসাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আগতদের হাতাহাতির মত ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষেই মামলা দায়ের করে।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সামাজিক সমঝোতার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। একইসঙ্গে উভয় পক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেনের চেম্বারে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে আপোষ মীমাংসার একটি আপোষনামা ও মামলা প্রত্যাহারে উভয় পক্ষ স্বাক্ষর করে।
এরমধ্যে দিয়ে উভয়পক্ষ আগামী দিনগুলোতে কেউ কারো বিরুদ্ধে কোনো প্রকার অশালীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অপ্রীতিকর ঘটনার সমাপ্তি টানেন।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল,কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, ক্লাবের ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, মাসুদ রানা রনি, রাশেদুল ইসলাম, মো: জাহাঙ্গীর, মো: কাইয়ুম, মো: রফিকুল্লাহ রিপন, মো: শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মো: মশিউর, মো: জাহিদ হোসেন, মেহেদী হাসান, লিমন দেওয়ান, ইমরান আহমেদ, নাজমুল ও কমল প্রমুখ উপস্থিত থেকে আপোষনামা স্বাক্ষর করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102