সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ঘরের ভিতরে আলমারীতে রাখা নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনাটি ঘটে শাহজাহানের বহুতল ভবনের ৩য় তলার ভাড়াটিয়া নাছরিন আক্তার (৩৫) এর ফ্ল্যাট বাসায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এরআগে বিকেল পৌঁনে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কেনো সময় এ চুরির ঘটনা ঘটে। পুলিশের পরিদর্শন শেষে নাছরিন আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।