ঘটনার বিষয়ে যানা যায় যে, হাজীগঞ্জ এলাকার চঞ্চল, নূর হোসেন ও ফকরুল ১৬ শতাংশ জমি বিক্রি করে মনির গং দের নিকট। উক্ত মনির গং জমি ক্রয় করে তার জমির সীমানা নির্ধারণ না করে নাগিনা জোহা সড়কের পাশে সরকারি(রেলওয়ে) খালটি বালু দিয়ে ভরাট শুরু করে দলখ করার চেষ্টা করছে । এর ফলে প্রায় ১ হাজারের উর্ধে পরিবারের পানি নিস্কাসনের চলাচলের গতি পথ বন্ধ হয়ে যায়। স্হানীয় এলাকার জনগণ পানি চলাচলের গতি পথ রেখে ও সরকারি জমি বাদ রেখে কাজ করতে বললে মনির গং এলাকাবাসীর কথা আমলে না নিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করে চলছে বলে এলাকাবাসীর অভিযোগ।
তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি খাল রক্ষার দাবী জানান। সেই সাথে সুশীল সমাজের প্রতি পাশে দাড়ানোর আহবান জানান।