শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিবিআই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: গিয়াসউদ্দিন ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জ মহানগর  কৃষক দলের  বর্ণাঢ্য র‍্যালী মুদি দোকানের অন্তরালে মাদক ব্যবসা! নগরীর ৫ নং ঘাট এলাকায় শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলায় উত্তেজনা নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন গোগনগরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সমন্বয়ক।দের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার উপজেলার ডহর মারুয়াদীর এলাকার হোসেন মিয়া ও দীন ইসলাম নামে দুইজনকে পুলিশ আটক করে।

এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় জুয়া খেলা আসর বসানোর চাঁদার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া ও স্থানীয় বিএনপি কর্মী মুরাদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডহর মারুয়াদী এলাকায় এমদাদেরপরিত্যক্ত বাড়িতে নিয়মিত জুয়ার আসর জমাতো। এই আসরথেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে আসছিলো। ৫ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর

এলাকার দৃশ্যপট পাল্টে গেলেও জুয়ার আসর বন্ধ হয়নি। এ আসর থেকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে শাহীন ভূইয়া ও মুরাদ খানের অনুসারীদের মধ্যে বেশ কয়েক বাক বিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে এনিয়ে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে মুরাদের লোকজন শাহীনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়।

পরে শাহীনের লোকজন দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে পাল্টাধাওয়া দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এতে রাকিব ভূইয়া (২৫), ছানাউল্লাহ ভূইয়া (৩১), ইয়াছমিন আক্তার (১৯), রাকিব মিয়া (২০), হোসেন মিয়া (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে রাকিব ভূঁইয়ার বাম হাতের আঙ্গুল এবং পেটের বাম পাশের অংশ গুরুতর জখম হয়।

রাকিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে আশঙ্কাজনক অবস্থার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বাকিদের হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও দায়ের করেছে।

ইতিমধ্যে এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102