ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামীকে আটক করে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় কাশীপুরের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী হলেন একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে সানোয়ারা বেগম (৩২) ও তার স্বামী শফিকুল ইসলাম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম প্রাথমিক তদন্তের বরাতে জানান, স্বামী প্রবাসী ছিলো, তিনি আসছেন কিছুদিন আগেই। ছোট মেয়েকে খেলতে দেওয়া বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া লাগে। সেই ঝগড়ার এক পর্যায় স্বামী স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থালেই স্ত্রী মারা যায়। আমরা তথ্য পেয়ে সেখানে গিয়েছিলাম, স্বামী লাশের পাশেই বসে ছিলো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।