বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিন অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকুক এটা কেউ চায়না – জয় কে রায় চৌধুরী বাপ্পী রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সহধর্মিণীর মৃত্যুতে এড.টিপু’র শোক বিকেএমইএর সাবেক সহ-সভাপতি আসলাম সানির বিরুদ্ধে গ্যাস চুরির মামলা না’গঞ্জ র‍্যাব-১১ এর অভিযানে রোহিঙ্গা স্যালভেশন আর্মির কমান্ডার সহ গ্রেফতার ১০ না’গঞ্জে বসবাসরত শিবচর থানার ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক রনির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এসপি-ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১০ 🪪
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মাসুদ রানা রনি’র উপর হামলার দায়ের করা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দরা। একই সাথে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী সাংবাদিক নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান- বর্তমান প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আসামীরা গডফাদার শামীম ওসমান’র পালিত সাংবাদিক হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কথিত সাংবাদিক রাজু ও কমল খানের পাশাপাশি প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন শামীম ওসমান’র সঙ্গী হয়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রেসক্লাবকে ব্যবহার করে তারা ভূমিদস্যুতা, ঝুট সেক্টর, ইন্টারনেট ব্যবসা, চাঁদাবাজী সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। তাই আইনের সুশাসন প্রতিষ্ঠায় তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানায় মাঠ পর্যায়ের সাংবাদিকরা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রেসক্লাবের সংকট সমাধানে সমঝোতার কথা বললে স্বৈরাচারের দোসর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবী করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ।
গত ২৯ অক্টোবর বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ব্যানারে স্থানীয় সাংবাদিকগণ যোগ্যতার ভিত্তিতে প্রেসক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি দিতে গেলে হামলা চালায় আবু সাউদ মাসুদ, রফিকুল ইসলাম জীবন, বিল্লাল হোসেন রবিন, মাহফুজ, আহসান সাদিক শাওন, জুয়েল সহ আরও ১০/১২ জন। এসময় দেশীয় অস্ত্র সহ হাই ভোল্টের ট্রেজার দিয়ে বৈদ্যুতিক শক দিলে মাঠ পর্যায়ের প্রায় ৬ জন সাংবাদিক আহত হয়। যাদের মধ্যে মাসুদ রানা রনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন- দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. ইমদাদুল হক মিলন, দৈনিক রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক শাহআলম তালুকদার, শফিকুল ইসলাম আরজু, আনিসুল হক হিরা, মিলন বিশ্বাস হৃদয়, আল-আমিন, সুলতান মাহমুদ, ওয়ার্দে রহমান, মিঠু আহমেদ, মশিউর রহমান, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম জনি, মেহেদি হোসেন,  মোঃ মনির, আলী হোসেন টিটু, হাবিব, সাজু, জাহিদ হোসেন, আশিক আহমেদ, কাইয়ুম আহমেদ, কমল হোসেন, সাজ্জাদ খান, মনির হোসেন, রাকিব হোসেন সহ মাঠ পর্যায়ের সাংবাদিক বৃন্দ
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102