মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মীকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ আরসা প্রধান ও ৫ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড চাষাড়া মোড়ে যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ও জরিমানা পারভেজ হত্যার প্রতিবাদে না’গঞ্জ সদর থানা ছাত্রদলের মানববন্ধন হেফাজত নেতাদের ডিসির সঙ্গে আলোচনা, মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনকে সহায়তার আশ্বাস

খেলাধুলাকে সুস্হ ধারায় ফিরতে হলে ক্রীড়া জগত কে সুন্দর করে গড়ে তুলতে হবে –মাসুদুজ্জামান  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ 🪪
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মাসুদুজ্জামান বলেছেন, এই নারায়ণগঞ্জে ক্রীড়া জগতের কোন বিভক্তি আমরা দেখতে চাই না। সবাই মিলেমিশে দাবা, সুইমিং, ক্রিকেট, ফুটবল, এথলিট সব কিছু একসাথে রাখবো। সবাই মিলে আমরা একটা পরিবার, এক ঘরে বসে সিদ্ধান্ত নেবো। জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের আলাদা কমিটি হয়েছে, কিন্তু আমরা আলাদা মনে করি না। ফুটবল, ক্রিকেট সব খেলার পরিকল্পনা এক ঘর থেকেই করবো। একে অপরকে সাহায্য-সহযোগিতা করে কাজ করবো। নারায়ণগঞ্জের আজকের শিশু-কিশোররাই আগামীদিনে জাতীয় দলের নেতৃত্ব দিবে।

সোমবার (২৮শে অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লার ইসদাইরে পৌর ওসমানী স্টেডিয়ামে চব্বিশের স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট‘র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।

এসময় সাবেক জাতীয় ফুটবলার ও টুনার্মেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলি’র সভাপতিত্বে ও ফুটবল কোচ খলিলুর রহমান দোলনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন,জেলা ছাত্র ফেডারেশন এর সভানেত্রী ফারহানা মানিক মুনা, জেলা ফুটবল ফেডারেশন এর সভাপতি শহীদ হোসেন স্বপন।

মাসুদুজ্জামান আরও বলেন নারারয়ণগঞ্জের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান  জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে ক্রীড়া জগতসহ বিভিন্ন সংগঠন মুখ থুবড়ে পড়েছিলো, প্রায় ষোল বছর থেকে এক জায়গা থেকে কথা বলা হতো, অন্য কেউ কিছু বলার সুযোগ পেতো না। আমাদের কথা বলার কোন সুযোগ করে দেননি। নারায়ণগঞ্জে রাজনৈতিক জগতের যারাই আছেন তাদের বলতে চাই, আপনারা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসুন। আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সুস্থ ধারায় ফিরতে হলে ক্রীড়া জগতকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আপনারা যারা রাজনীতি করেন, পরিষ্কার রাজনীতি করার আহ্বান জানাবো। যাার ক্রীড়া সংগঠক আছেন, আপনারা ক্রীড়া জগত সুস্থ করে তুলতে কাজ করেন। শিশু-কিশোররা যাতে বিপথগামী না হয়, আমরা সবাই কাজ করবো। কোনভাবেই আমার-আপনার সন্তানকে বিপথগামী হতে দিব না।

তিনি বলেন, সমাজটা আসলে পচে গেছে। এই আবস্থা থেকে ফিরে আসতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এই দেশ-সমাজ আমার, আপনার, আমাদের সবার। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আজকের নতুন বাংলাদেশ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জন হয়েছে। এই আন্দোলনে অনেকেই নিজের রক্ত ঝরিয়েছেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আন্দোলনে আহত হয়ে অনেকেই বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে আছেন। অতি দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন সেই কামনা করছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ অতীতে সারা বাংলাদেশ কাপিয়েছে। এক সময়ে ন্যাশনাল টিমে নারায়ণগঞ্জের খেলোয়ার থাকতই। বিভিন্ন ক্লাব যেমন, আবাহনি মহামেডানের মতো ক্লাবগুলোতে গেলেই নারায়ণগঞ্জের দুই চার জন খেলোয়ার থাকতো। আমরা গর্ব করে আবাহনি, মহামেডানের প্র্যাকটিস দেখার জন্য ভিড় করতাম। দেখতে চাইতাম এমিলি ভাই কখন বের হবেন। খেলার প্রতি দুর্বলতা ছিল, তাই খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলা দেখতাম, নিজেও খেলতাম। যদিও আমার প্রফেসন ব্যবসা, এর মাধ্যমে আমি জীবন যাপন করি। কিন্তু, আমার অন্তর খেলার মাঠে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম লিটন, সাবেক ক্রিকেটার শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, ফুটবলার ওয়ালী ফয়সাল, সুলতান আহমেদ, সহ প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও কাশীপুর ফুটবল একাডেমি, খেলা পরিচালনা করেন মোঃ রজ্জব আলী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102