নারায়নগঞ্জ নগরীর শ্রী শ্রী বলদেব জিওর আখড়া মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাবসায়ী প্রয়াত রণবীর রায় চৌধুরীর সুযোগ্য সন্তান ও মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেছেন বাংলাদেশ আমাদের গর্ভ আমরা এদেশেরই নাগরিক। বাংলাদেশ অসামপ্রদায়িক দেশ। এখানে বহুকাল ধরে আমরা জাতি ধর্মবর্ন নির্বিশেষে সকল ধর্মের সব শ্রেনির মানুষ এক সাথে মিলে মিশে ধর্মিয় উৎসবগুলো পালন করে আসছি।
তিনি আরও বলেন এদেশের বিভিন্ন উৎসব কে ঘিরে আমাদের মধ্যে একটি বন্ধুত্বের সেতুবন্ধনের বহিঃপ্রকাশ ঘটে এ ধরনের বড় বড় উৎসবে।
শনিবার (১২ই অক্টোবর) রাতে নগরীর নিতাইগন্জ এলাকায় শ্রী শ্রী বলদেব জিওর আখড়া মন্দিরে পূজা মন্ডব পরিদর্শনে আসা জাকির খান মুক্তি পরিষদ ও মহানগর যুবদলের নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ এ এসব কথা বলেন।
জয় রায় চৌধুরী বাপ্পি আরও বলেন আমর বাবা এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গেছেন যাতে করে হিন্দু সমপ্রদায় যেনো তাদের ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারে। এছাড়াও এসমাজের সকল শ্রেনির মানুষের জন্য এই মন্দির উন্মুক্ত থাকে যাতে করে তারা সেবামূলক কার্যক্রমও যেনো পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন এবারের শারদীয় দুর্গোউৎসব আগের চেয়ে আরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা সকলে মিলে মিশে এক সাথে পালন করছি।
এর পর তিনি আগত দলীয় নেতৃবৃন্দ কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং তাদেরকে আপ্যায়িত করেন।
এসময় উপষ্হিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা শংকর কুমার সাহা, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম, মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ আক্তার হোসেন, রাজিব হোসেন সহ প্রমূখ।