মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ, পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ” এ প্রতিপাদ্য নিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে সামাজিক সংগঠন ” ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থা।
মঙ্গলবার ( ১ অক্টোবর ) রাতে শহরের আমলাপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও সংঠনের সাধারণ সম্পাদক এ,এম, মুরাদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট এর্টনি জেনারেল এডভোকেট আল আমিন সিদ্দিকী।
উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা মনিরুল ইসলাম সেন্টু, উপদেষ্টা মোহাম্মদ রফিক আহমদ, উপদেষ্টা মনসুর উদ্দিন পলিন, সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক এ, এম, মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহিন, অর্থ সম্পাদক মতিউর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সানি, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার, কার্যকরী সদস্য শাহনাজ আক্তারসহ অনেকে।
পরিশেষে সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব সুস্থতা চেয়ে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।