:ফতুল্লার কাশীপুরের আলোচিত সুরুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামী কাশীপুর শান্তি নগরের এাস সালাউদ্দিন সাল্লু (৩৫ ) জনতার গন পিটুনিতে ধরা পড়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৷
গতকাল ১ অক্টোবর মঙ্গলবার গোগনগরে আউয়ালের গুদারা ঘাট এলাকায় দিনে দুপুরে এক নির্ঝন বাড়ীতে ডাকাতি করতে গেলে সে জনতার হাতে ধরা পড়ে ৷
এসময় তার সহযোগীরা পালিয়ে যায় ৷ পরে স্থানীয়রা তাকে গনপিটুনী দিয়ে হাত পা বেঁধে রাস্তায় ফেলে রাখে পড়ে গন্য মান্য ব্যাক্তিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ৷ সে বর্তমানে ফতুল্লা থানা পুলিশের কাছে আছে তাকে আজ নারায়নগঞ্জ আদালতে পাঠানো হবে ৷ গ্রেফতার কৃত সাল্লুর বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি , জমি দখল ও সন্ত্রাস আইনে একাধিক মামলা রয়েছে