নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কিল্লারপুল কলেজের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এসময় স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নপত্রের অনিয়ম, সিলেবাস বর্হিভুত প্রশ্ন তৈরি, বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্য, শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ তৈরি করা, সহকারী শিক্ষকদের সাথে দূর্ব্যবহার, অশ্রাব্য ও অশ্লীল ভাষায় অপমান করা, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগ আনেন শিক্ষার্থীরা।
এসময় অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবি করেন সাবেক ও বর্তমান অভিভাবকসহ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।