শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীর কান্না নামক প্রতিবাদ সভা ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  নারায়নগন্জে পূজামণ্ডপ পরিদর্শন করলো জিসাসের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ নারায়নগন্জে রামকৃষ্ণ মিশনে কাল অনুষ্ঠিত হবে কুমারী পূজা সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় সর্বজনীন উৎসব : সাবেক কাউন্সিলর সাদরিল

নাঃগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে সাধারণ ছাত্রজনতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) অংশ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ 🪪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আসেন। এসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন বলে যানা যায়।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত কয়েকজনের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন এবং খোঁজখবর নিয়ে থাকেন। এর পর বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ইসদাইর পৌর স্টেডিয়াম মাঠে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্যে বলেন, ‘নারায়ণগঞ্জ নানা কারণে গুরুত্বপূর্ণ। সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরো বেশি নেতা দেখতে চাই। কারণ দিনশেষে সব কিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই।

ছাত্র জনতার সমাবেশে দুপুর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত হন।

এ সমাবেশে সাধারণ ছাত্রজনতা নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ব্যানারে নারায়ণগঞ্জ জেলা’র মহিলা বিষয়ক সম্পাদীকা ও নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী সুরাইয়া তাবাসসুম এর নেতৃত্বে বিশাল এক মিছিল সমাবেশে যোগদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ (জে এস ডি)এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সমন্বয়কারী মোঃ রাকিবুল হাসান(তুষার),অন্যান্যদের মধ্যে এসম উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের শেখ,মোঃ রাসেল শেখ,মোঃ সোহান আহমেদ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সৌরভ আহমেদসহ প্রমূখ।

সমাবেশে যোগদান প্রসঙ্গে সুরাইয়া তাবাসসুম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে আমরা ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি। আজ আমাদের নারায়ণগঞ্জের সমাবেশে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপস্থিত হয়েছেন। তাই আমি সাধারণ ছাত্র জনতা ও আমাদের রাজনৈতিক কর্মীদের নিয়ে এ সমাবেশে এসেছি। আমি বলতে চাই, ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর সময় এখন। দ্বিতীয় মুক্তিযুদ্ধের ফসল ঘরে তুলতে হলে রাজপথে অবস্থান করে অংশীদারত্বের গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে রাজপথ দখল করতে হবে। আর কোন ফ্যাসিবাদী সরকারের আগমন হোক তা আমরা চাইনা।দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সকালকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

শ্যামলী সুলতানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেরাব সিফাত, শাহীন মিয়া, সামিয়া মাসুদ মম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আসিফ আদনান, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102