মঙ্গলবার (৩রা সেপ্টম্বর)ফতুল্লার এনায়েতনগর ৮নং-ওয়ার্ডে চৌধুরী কমপ্লেক্সে সংলগ্ন মাঠে, ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য তিনি এসব কথা বলেন।
নেতৃবৃন্দের বক্তব্য শেষে বন্যায় নিহতদের, ছাত্র জনতার আন্দোলনে শহীদদের এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
রনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠনের আমরা নেতাকর্মীরা কাজ করে আসছি । মানুষের ভালোর জন্য কাজ করতে গিয়ে আমরা ত্যাগ স্বীকার করেছি। গুলি খেয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। নিজের বাবা-মায়ের জানাযায় অংশ নিতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক তারেক রহমানের আদর্শ বুকে নিয়ে আন্দোলন সংগ্রম চালিয়ে গেছি।
তিনি বলেন, এই চিকা শামীম, বোরকা শামীমকে কখনও ভয় পাই নাই। নারায়ণগঞ্জে শামীম ওসমানের নেতেৃত্ব অনেকেই শোষণ করে গেছে। তারা নারায়ণগঞ্জকে ধ্বংস করে দিয়ে গেছে। শিল্প কারখানাগুলো ধ্বংস করে দিয়ে গেছে। শিল্প মালিকদের সম্পদ লুট করে নিয়ে গেছে। আপনারা দেখবেন, নারায়ণগঞ্জ শহরে একটি লোকের বাড়ি ছাড়া কারও বাড়িতে হামলা করা হয় নাই। কারণ এ পাঠা (পাডা), এ চিকা এ বোরকা শামীমের বাড়ি ছিল নারায়ণগঞ্জের বাইরে। এই ছোটলোক নারায়ণগঞ্জের মানুষকে এমন ব্যবহার করেছে যে সবার এ লোকের প্রতি বিতৃষ্ণা এসে পড়েছে। ব্যবাসায়ীদের ব্যবসা নষ্ট করেছে, চাঁদাবাজি করেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অনেক সন্ত্রাসী বাহিনী ছিল। তাদের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র প্রশাসনকে জমা দিন। ৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত আপনারা কি কি অস্ত্র ব্যবহার করেছিলেন আমার দেখেছি। অস্ত্র দিয়ে গুলি করে আমাদেরকে রাজপথ থেকে বিতারিত করার চেষ্টা করা হয়েছিল।
এসময় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদর রহমানের সভাপতিত্বে ও ছাত্রদলের সভাপতি নাহিদ হাসন দোল নের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৮নংওয়ার্ড বিএনপির সভাপতি এড,মাহমুদুর রহমান আলমগীর, জসিম প্রধান,। জাকির হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন,মহিলাদলের নেত্রী রোজিনা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু, ছাত্রনেতা মুনিব,মোঃ জুম্মান,মোঃ সাইফুল ইসলাম বিপ্লব, মোঃ সোহেল, আবু খালেক টিপু, মনির হোসেন সহ প্রমূখ।