০৩ সেপ্টেম্বর(সোমবার) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বিশিষ্ট কলামিস্ট হাজী মহসিন, লেখক ও কবি খন্দকার পনির,নারায়ণগঞ্জ নিউজ ক্লাবের সভাপতি মোক্তাদির,সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজ সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন, সাপ্তাহিক পূর্ণমাত্রা সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল, সাংবাদিক সুশীল সমাজ বর্তমান ও প্রাত্তন ছাত্র-ছাত্রী।
“সুশিক্ষাই জাতীর মেরুদন্ড” মননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা যেন অতিসত্তর এ বিষয়টি নিরষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এর জোর
দাবি জানায়।‘‘শিক্ষকদের পদত্যাগের এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকতে দেই তাহলে যে নৈরাজ্যের সৃষ্টি হবে, তার যে প্রভাব পড়বে সারা দেশে।’’আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের ওপর নিপীড়ন নেমে আসছে। এটা স্পষ্টতই অন্যায় ও অনাকাঙ্ক্ষিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।এসব ঘটনার পেছনে নানান দ্বন্দ্ব ও উসকানি থাকতে পরে।শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক, তা আমরা চাই না। কিন্তু এসব কাজ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করছি বলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়াম্যান মোহাম্মদ হোসিইন।
এই সময় বক্তারা বলেন-যে সকল শিক্ষকদের অপদস্ত করা হয়ছে তাদের কাছে শিক্ষার্থীরা ক্ষমা চেয়ে পুনরায় তারা যেন স্কুলে নিয়ে আশে। শিক্ষকদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তা যেন লিখিত ভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে আবেদন করার জানানোর আহবান জানায়।