শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত আলীরটেক ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক সেই সময়ে বহাল তবিয়তে আওয়ামীলীগ চেয়ারম্যান জাকির নবীনগরে জাকির খান মুক্তি পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া সোনারগাঁয়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, তীব্র নিন্দার ঝড় সোহাগের বিরুদ্ধে অপপ্রচারের ব্যবসায়ী মহলের ক্ষোভ নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলে প্রধান শিক্ষক’এ পদত্যাগের দাবীতে বিক্ষোভ জেবিক এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ প্রতিবাদ সভা  গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন – সদরের ইউএনও 

উপহার’ নিয়ে নোয়াখালীর দূর্গম অঞ্চলে ব্যাচ ৯৭, না’গঞ্জ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬ 🪪
আজ চারদিন ধরে ভাত খাইনা, মুড়ি ও শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছি। কয়েকদিন আগেই ঘরের খাবার শেষ হয়ে গেছে। প্রায় এক কিলোমিটার দূরে একটা মুদি দোকান থেকে চিড়া-মুড়ি নিয়ে এসেছিলাম। এহেন সময়-ই আপনারা যেন দেবদূত হয়ে এলেন। আজকে পেটভরে ভাত খাব।’ এভাবেই বন্যা পরিস্থিতি নিয়ে নিজের অনুভুতি জানাচ্ছিলেন ষাট বছরের বৃদ্ধ আবেদ আলী।
বন্যাকবলিত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের চিত্র অনেকটাই এরকম।
শুক্রবার (৩০ আগষ্ট) শরীফপুর ও আশপাশের এলাকায় ত্রাণ বিতরণ করে ১৯৯৭ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ।
ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর ত্রাণসামগ্রী পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন বৃদ্ধ আবেদ আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান- দূর্গম বলে এ অঞ্চলে কেউ ত্রাণ নিয়ে আসেনি। মহাসড়ক ও আশপাশ এলাকায় দিয়েই চলে গেছে অনেকে। ঝুঁকির কারণে কেউ এতদূর পর্যন্ত আসে না। শুধু আবেদ আলী-ই নন, ত্রাণসামগ্রী পেয়ে সকলেই আনন্দিত।
চরশত পরিবারের জন্য ত্রাণসামগ্রী নিয়ে শুক্রবার সকালে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ কমিটির একটি টিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নে পৌছায়। পরে স্থানীয়দের সহায়তায় কোথাও কোথাও নৌকা, কোথাও কোমর পর্যন্ত জল মাড়িয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন তারা।
টিমের অন্যতম সদস্য হালিম উল্লাহ জানান- ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিলো- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি টোস্ট বিস্কুট, পাঁচ প্যাকেট স্যালাইন, এক পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, একপাতা প্যারাসিটামল ট্যাবলেট, ছয়টি মোমবাতি ও একটি গ্যাস লাইটার।
সংগঠনটির সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ জানান- প্রায় সাড়ে তিন লাখ টাকার ওইসব ত্রাণসামগ্রী ছাড়াও ফেনী, লাঙ্গলকোট ও মাইজদীতে তিনটি আশ্রয়কেন্দ্রে ৬০ হাজার টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। মানবিক কারণেই আমরা ত্রাণ বলছি না, এটা ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ এর পক্ষ হতে বন্যার্তদের জন্য উপহার।
ফরহাদ আরও জানান- নারায়ণগঞ্জের প্রায় সবগুলো স্কুলের ১৯৯৭ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ। বন্যা তহবিলে প্রায় সবগুলো স্কুলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়ে অংশগ্রহণ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102