এসময় সংগঠনের সভাপতি শিক্ষক নেতা মাওলানা রেজাউল করিম এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন সম্পাদক ডা, মুহাম্মদ,মাছুম রব্বানী আল হাযারী। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়নগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। নারায়নগঞ্জ জেলা শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক ইমরান মাজেদী,মহানগরের সহ সভাপতি আব্দুল হান্নান,শিক্ষক আনোয়ার হোসেন, মোঃ আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ-র নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মহানগরের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, প্রমূখ।
শেখ হাসিনার সরকার ছয় নয় শিক্ষা ব্যাবস্হা বাতিল করে অবৈতনিক শিক্ষা ব্যাবসহা চালু করতে হবে, অন্তর্বতিকালিন সরাকারে কাছে আহবান জানান নেতৃবৃন্দ।এবং বৈশম্ম্য ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে সেই গনহত্যার বিচার বিশেষ ট্রাইবুলনে করতে হবে।এবং যারা আহত হেয়েছে তাদের সু- চিকিৎসার ব্যাবস্হা করতে হবে। কারা এই দেশে সনাতনধর্ম্বালীদের বাড়ী ঘরে হামলা করছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। অতএব সু- শিক্ষা চালু করতে হলে প্রয়োজন ইসলামী শিক্ষাব্যাবস্হা চালু করুন। তাহলে আর দেশে দূরর্নিতি হবে না।
মাসুম বিল্লাহ তার বক্তব্য বলেন আওয়ামী সর কারের দুশ্নশানের কারনে দিত্যপ্রয়োজনি জিনিপত্রের মুল্য বৃদ্ধি করায় জনগণের ক্রয়ক্ষমতা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সরকার পরিবর্তন হলেও দৈব্র মূল্যের দাম কমেনি, তাই অনৃতর্বতি সরকারের আহবান জানাই আপনারা বাজার মনিটরিং করুন।