সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন,শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে।গণহত্যার দায়ে তাকে বিচার করা। অসংখ্য
অজস্র ছাএ সমাজে ত্যাগের বিনিময় আত্নত্যাগের বিনিময়ে আজকে দেশ স্বাধীনতা পেয়েছে। আজকে এ গণতান্তিক অবস্হান ও গlণতন্ত্রের একটি পরিবেশ স্মৃষ্টি হয়েছে। কিন্তুু যে পযন্ত একটি স্হিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ না হবে। সে পযন্ত আমাদের শান্তি প্রতিষ্ঠা চেষ্টা করব। বিশেষ করে সংখ্যালঘু ভাইবোনদের সর্বোচ্চ নিরাপওা দেওা অপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার
১৫ আগষ্ট কেন্দ্রীয় বিএনপি কার্যক্রম অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ছাএদল আয়োজিত শেখ হাসিন সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ পাহাড়া ও নিরাপওা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথাগুলো বলেন।
মিছিলটি ডিআইটি গুলশাল হলের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার টানবাজার এসে শেষ হয়।
এসময় উপস্হিত ছিলেন জুয়েল প্রধান আমির হোসেন আলী নওশাদ আনোয়ার তুষার এম এম সাগর কাজী সোহাগ আখতারুজ্জামান মৃদা হাজী সাইদুর রহমান মিজানুর রহমান সবুজ ফারুক হোসেন সাঈদ প্রধান মিঠু আহমেদ ফারহান আহমেদ রুবেল আলফু প্রধান রানা আহমেদ ময়নুল মনোয়ার হোসেন মনা মাহমুদুল হাসান মাসুত সোহেল আহমেদ আঃরহিম বাপ্পী সিকদারসহ মহানগর যুবদলের অসংখ্য নেতাকর্মীরা।