৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা একটি মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ নারায়ণগঞ্জ চাষাঢ়ায়,বৈষম্য বিরুদ্ধি আন্দোলনের অন্তবর্তী কালীন সরকার গঠনের মাধ্যমে সমন্বয়ক ছাত্র ছাত্রী ও আনসার বাহিনীর উদ্ধোগে সারা বাংলাদেশে জনসাধারণের মাঝে সকল ভয়ভীতির সস্তি ফিরিয়ে আনার জন্য,রাজপথে প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে যাচ্ছে নিরলসভাবে,প্রখর রুদ্র ঝড় বৃষ্টি ভয় আতঙ্ক উপেক্ষা করে, প্রতিদিন। ট্রাফিক পুলিশের দায়িত্ব বোধ কে রাস্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থান কে নিয়ন্ত্রণ করে আসছেন এই ছাত্র জনতার সমন্বয়করা।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠন এই ছাত্র ছাত্রীদের পাশে সকালের নাস্তা বিতরণের মাধ্যমে একাত্ম ঘোষণা করেন, এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি,শাহ্ আলম সহ সভাপতি, সহিদুল্লা সাধারণ সম্পাদক, মেজবাহ উদ্দিন আহমেদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক,এবি এম জাকারিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক,আবুল কালাম আজাদ,সাংগঠনিক
সম্পাদক, সাজ্জাদ আহমেদ খোকন,সাংস্কৃতিক সম্পাদক : মিনহাজ বাবু,সদস্য সচিব ফিরোজ মাহমুদ সদস্য মাইনু আহমেদ ও সাগর খান।
আমরা আমাদের প্রচেষ্টাকে রাস্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে নিতে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের,বিশ্বের সকল সদস্য প্রবীণ নাগরিকবৃন্দের সুন্দর একটি রাস্ট্র গঠনে নতুন প্রজন্মের জন্য সর্বাত্বক সহযোগিতা আশা করি।