নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু নারায়ণগঞ্জ এর সাধারণ ব্যাবসায়ী ও নারায়ণগঞ্জবাসীর উদ্যেশে বলেছেন ছাত্র – জনতার আন্দোলনে আজকে দেশের গনতন্ত্র মুক্তি পেয়েছে এই গনতন্ত্র সম্মত রাখতে দেশ গড়ার কাজে আমাদের সবাই কে মিলেমিশে কাজ করতে হবে । বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান পল্টনের জনসভায় যে দিক নিদের্শনা দিয়েছেন সে অনুযায়ী বিএনপির নেতাকর্মী কে মেনে চলতে হবে। দলের নাম ভাঙ্গীয়ে কেউ যদি চাঁদাবাজী করে তাহলে আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানাবেন এবং ঐ চাঁদাবাজ কে আটকে রাখবেন, আমরা তাকে আইনের হাতে সপর্দ করবো। তিনি আরও বলেন এই নারায়ণগঞ্জ আমাদের, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদেরও দায়িত্ব আছে। আমরা ছাত্র- জনতার অর্জন কে নসাৎ করতে দেবোনা।
বুধবার (০৭ই আগষ্ট) বিকেলে নগরীর সাধারণ ব্যাবসায়ীদের পাশে এসে তাদের প্রতি এ আহবান জানানোর সময় তিনি এসব কথা বলেন।
তিনি সনাতন ধর্মাবলম্বী ও খৃষ্টানদের উদ্যেশে বলেন আপনারা এদেশের নাগরিক নির্দিধায় বসবাস করবেন আমরা আপনাদের পাশে থেকে সকল প্রকার সহোযোগিতা দেবো। কোনো মন্দির গির্জায় যদি কেউ অরাজকতা করতে চায় আমরা তাদের ধরে আইনের হাতে তুলে দেবো। আমরা কাউকে মন্দির ও গির্জায় আঘাত করতে দেবোনা, প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবে।
এসময় মহানগর বিএনপির করার্য্যকরী কমিটির সদস্য এড, রফিক উদ্দিন, যুগ্ন আহবায়ক মাকিম মোস্তকিম শিপলু, বিএনপি নেতা সাঈফুল ইসলাম, আব্দুর রশিদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।