নারায়ণগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে মহানগর যুবলীগ।
সোমবার (২৯ জুলাই) দুপুরে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর উদ্যোগে চাষাঢ়ায় রান্না করা খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত মো. শহিদ বাদল।
খাদ্য বিতরণ কর্মসূচিতে সাজনু বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও তাণ্ডবের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জের সিংহপুরুষ শামীম ওসমানের দিক নির্দেশনায় এ খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছি আমরা।আমরা অসহায় মানুষের পাশে আছি।