বন্দর লক্ষ্যারচরে দক্ষিণপাড়া (এলডিপি) ক্লাব’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ বার্ষিক ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ জুন বিকালে মদনগঞ্জ ওয়েল
ফেয়ার এসোসিয়েশন মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় এল সি ষ্টার বনাম এল সি কিং অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ঢাকা রাজারবাগ সেন্টাল পুলিশ হাসপাতাল এর বিভাগীয় প্রধান (ডেন্টাল) ডা. ফরহাদ আহম্মেদ জেনিথ’এর সভাপতি ত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন নাসিক
১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কৃতি খেলোয়ার আলহাজ্ব কফিলউদ্দিন, দলিল উদ্দিন দলুন, মনোয়ার হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন,মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। সহ – সভাপতি মো. মোস্তফা খান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রাইম ব্যাংক টানবাজার শাখার ম্যানেজার জোনায়েদ আহমেদ (রন্টি),বন্দর উপজেলা/থানা আনসার কোম্পানী কমান্ডার সামসুল হক দেওয়ান সোহাগ পিএএমএস।
এতে আরো উপস্থিত ছিলেন, আলী নওশাদ আনোয়ার তুষার, আল মামুন, মোঃ মুকুল, পনির হোসেন, চঞ্চল মাহমুদ, মিজানুর রহমান মাষ্টার, আজাহার উদ্দিন,মোঃ জামান,মোঃ বাবুল, মোঃ আলম প্রমুখ।
খেলায় এল সি ষ্টার ১০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি,আমন্তিত অতিথিরা।
খেলার ধারাভাষ্যে ছিলেন, মাজহারুল ইসলাম পুস্প।