বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

সরকারি চাকরিজীবীরা ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৪ 🪪

দেশে পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা। শুক্রবার (৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। আর আগামী ১০ জিলহজ এবং সেই হিসাবে ইংরেজি মাসের ১৭ জুন পবিত্র ঈদ উদযাপিত হবে।

সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। এরসঙ্গে যদি কেউ দুই দিনের (১৯ ও ২০ জুন) ছুটি নেয় তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।

এদিকে ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102