নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির পরিচালক এবং লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারম্যান (হেড কোয়ার্টার) মিডিয়া সেলের চেয়ারপার্সন লায়ন আবদুস সালাম গভর্নর এপ্রিসিয়েশন এওয়ার্ড পেয়েছেন।
গত ২৪ এবং ২৫ মে হোটেল সোনারগাঁওে অনুষ্ঠিত লায়ন্স জেলা সম্মেলনে জেলা গভর্নর বিচারপতি ড,মোহাম্মদ বশিরউল্লাহ এ-ই এওয়ার্ড প্রদান করেন। এসময় সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন প্রকৌশলী আবদুল ওহাব, ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, লায়ন শংকর রায় মনা ও লায়ন মহসীন ইমাম রুনু উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আর্কিটেক্ট ইয়াফেস ওসমান দুইদিন ব্যাপী জেলা সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক পরিচালক লায়ন কাজী আকরামউদ্দিন,লায়ন শেখ কবীর হোসেন ও লায়ন মোসলেম আলী খান।সম্মলনে লায়ন মোহাম্মদ হানিফ কে ২০২৪-২৫ বছরের জন্য গভর্নর,লায়ন শংকর রায় মনাকে প্রথম ভাইস জেলা গভর্নর ও লায়ন মহসীন ইমাম রুনু কে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত করা হয়েছে।