বন্দর মদনপুরে সায়রা গার্ডেনে জয় গোবিন্দ উচ্চ বিল্যালয় ৮৮ ব্যাচের আনন্দ ভ্রমণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ মে সারাদিন ব্যাপী জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় ৮৮ ব্যাচের বন্দ্ধুরা এ আয়োজন করে।
দিনব্যাপী আয়োজনের মধ্য ছিল সকালে নাস্তা বন্দর ১নং খেয়া ঘাটের ক্যাফে শাহজালাল, মদনপুরে স্ট্যান্ডে ফ্লাই ওভারের পূর্বদিকে চা চক্র,
দুপুরে রিসোর্টের সুইমিং পুলে গোসল,জুম্মা নামাজের বিরতি,দুপুরে রিসোর্টে রেস্টুরেন্টে খাবার,বিকালে মদনপুর স্ট্যান্ডে চা চক্র।
পুরানো বন্দ্ধুদের আগমনে
আড্ডা হাসি আনন্দে গার্ডেনটি সরগরম হয়ে উঠেছিল।
যেন বন্দ্ধুরা ৮৮ সালে ফিরে গিয়েছিল। কেউ মোবাইলে সেলফি কেউবা ভিডিও করছিল। কেউ সাঁতার কাটছিল।সবাই যেন শৈশবে ফিরে গিয়েছিল।
এসময় উপস্হিত ছিলেন আতিকুজ্জামান,বাদশা,
মোঃ পন্ডিত হোসেন, আশরাফ মামুন,শাহানাজ রিপন,বদিউল আলম বাদল,নজরুল ইসলাম বিপুল,ফয়সাল করিম মাসুদ,কাজী শোয়েব,
জাহিদ হাসান টিটু।
প্রচন্ড তাপদাহে একটু প্রশান্তির আশায় প্রাকৃতিক মনোরোম পরিবেশে দিনযাপন করার জন্য ৮৮ বন্দ্ধুরা এ আনন্দ ভ্রমণের আয়োজন করে।