নারায়ণগঞ্জ নগরীতে হকারমুক্ত, ফুটপাত পরিচ্ছন্ন ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ও নারায়নগঞ্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান এবং জেলা প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছেন দোকান মালিকেরা।এ বিষয়ে দোকান মালিক মিঠু ভুইয়া গণমাধ্যম কর্মিদের জানান যে নগরীর ওয়ালী সুপার মার্কেটের পিছনের যে সড়ক রয়েছে সেখানে ছাউনি টানিয়ে হকাররা দোকানপাট বসিয়ে রাস্তা আটকিয়ে ব্যবসায় করছে।
শনিবার (১৭ই ফেব্রয়ারী) দুপুরে গণমাধ্যম কর্মীদের তিনি আরও বলেন দোকান মালিক মিঠু ভুইয়া বলেন, ওয়ালি সুপার মার্কেটের দোকানের পিছনের যে রাস্তা রয়েছে সেখানে অপরিচিত হকাররা মার্কেট ঘেসে ছাউনি টাঙ্গিয়ে ব্যবসা করছে কিছু বলতে গেলে বলে আমাদেরকে আইভি আপা বলেছে বসতে। আইভি আপার নাম বলে ভয় দেখিয়ে তারা দোকান আটকে রাখে।এখানে হার্টের রোগী দোকানের মালিক রয়েছে এই দোকান ছাউনি দিয়ে আটকানোর পর ভিতরে কোন বাতাস প্রবেশ না করায় অনেকেই অসুবিধায় পড়তে হয়। আমাদের সকল দোকান মালিকদের দাবী হচ্ছে, পিছনের এই রাস্তাটা ফাঁকা করে দেওয়া হোক।
এসময় অনান্ন্য দোকান মালিকরাও উপস্হিত ছিলেন।