নারায়ণগঞ্জ শহরের অন্যতম নাগরিক সমস্যা যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শহরে যানজট ও হকার সমস্যা দূরীকরণে গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়াণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
শনিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।