নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা কৃষক লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩১ই জানুয়ারি বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত এর অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা কৃষক লীগের আহবায়ক করিম আহমেদ এর সভাপতিত্বে সদস্য সচিব জহিরুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহ জামাল খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম আব্দুস সালাম সেলিম ইউসুফ মিয়া মাসুদ রানা নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ আরাফাত আলী,সদস্য সিরাজ মিয়া,সোনারগাঁ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার, সদস্য সোহেল,স্বাধীন সহ প্রমুখ।