চাষাড়া জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২দিন ব্যাপী তাফ্সীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার ২৯ ৩০ জানুয়ারী বৃহওর মাসদাইর তাফ্সীরুল কুরআন মাহফিল কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
১ম দিন সোমবার বাদ আছর বৃহওর মাসদাইর তাফ্সীরুল কুরআন মাহফিল কমিটি সভাপতি মুফতি ইউসুফ আহমদ সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা মুফতি হেদায়েত উল্লাহ খাঁন আযাদী ঢাকা চেয়ারম্যান,জাগুয়া ইউপি বরিশাল।আরো বয়ান করেন স্হানীয় ওলামাগণ।
২য় দিন মঙ্গলবার মাসদাইর বটতলা বায়তুল মুসলিম মোম্লা কানাই ফকির জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা পরিচালক,জামিয়া তালিমিয়া মাদরাসা ঢাকা।আরো বয়ান করেন স্হানীয় ওলামা কেরামগণ।
সার্বিক পরিচালনায় ছিলেন বৃহওর মাসদাইর ১৩ টি মসজিদের ইমাম ও কমিটিগণ।