বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বর্জন করলো বিএনপি পন্থি আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ই জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের নীচ তলায় বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হাসান ফেরদৌস জুয়েল।
সভায় আগামী ৩০শে জানুয়ারী (২০২৩-২০২৪) সনের কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া এবং এ্যাড. আশরাফ হোসেন, এ্যাড. আব্দুর রহিম, এ্যাড. মেরিনা বেগম, এ্যাড. সুখঁচাদ সরকারকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ঘোষনা করা হয়। নির্বাচনী আপিল বোর্ডে রয়েছেন এ্যাড. ইমদাদুল হক, এ্যাড, তারাজউদ্দিন, এ্যাড. হুমায়ুন কবির ও এ্যাড. নুরুল হুদা।
এছাড়াও সভায় বাৎসরিক রিপোর্ট, অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
তবে বিএনপি পন্থি আইনজীবীগণ এ নির্বাচনকে মন গড়া নির্বাচন বলছেন। এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাবৃন্দ বলেন, এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। এই প্রহসনের নির্বাচন কমিশন একদলীয় বাকশাল কায়েম করার লক্ষ্যে গত সাত জানুয়ারী যে ভোটার বিহীন নির্বাচন হয়েছে সে পথেই হাটছে আওয়ামী লীগের আইনজীবীরা। বিগত নির্বাচনগুলোতে তারা আমাদের আইনজীবী দেরকে বিভিন্ন ভাবে হেনস্তা করেছে, হামলা করেছে। আমরা ভয় পাই না। আমরা আন্দোলনে আছি এবং রাজপথেই থেকেই তাদের কে প্রতিহত করবো। আমরা আজকে বার্ষিক সাধারন সভা বর্জন করেছি। এ নির্বাচন বিষয়ে আমরা পরবর্তীতে সিধান্ত গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102