রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মেয়র সেলিনা হায়ৎ আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন কাশীপুরের ৬টি ওয়ার্ডে শাহ আলমের নির্বাচনি গণসংযোগ: জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি জনগণের সাথে সরাসরি সংযোগ: মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারণা অসুস্থ আলমগীর হোসেন চঞ্চলকে দেখতে হাসপাতালে গেলেন এড. টিপু নগরীর আমলাপাড়ায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ১ম ব্যাচ ‘সবক প্রদান’ অনুষ্ঠিত শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শহীদনগর ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপালেন পিতা – পুত্র 

কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবিতে গণআন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ কুতুবপুর ইউনিয়নকে অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)-এর আওতাভুক্ত করার জোর দাবি জানিয়েছে ‘কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তি বাস্তবায়ন কমিটি’। মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে কমিটি এই হুঁশিয়ারি উচ্চারণ করে। নেতারা অভিযোগ করেছেন, ভৌগোলিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রায় ৩ লক্ষাধিক মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

কমিটির নেতারা দাবি করেন, কুতুবপুর ইউনিয়ন অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ফতুল্লা-দাপাইদ্রাক, বক্তাবলী, কাশিপুর, পাগলা, জালকুড়ি সহ ১২টি গুরুত্বপূর্ণ এলাকা অবস্থিত। এই অঞ্চল শিল্প-বাণিজ্য, আবাসন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দারা আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, কুতুবপুর জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এর প্রতিটি ওয়ার্ডেই শহর এলাকার সকল বৈশিষ্ট্য বিদ্যমান। আধুনিক শহরের মতো অবকাঠামো এবং জীবনযাত্রা থাকলেও, সিটি কর্পোরেশনের সুবিধা না পাওয়ায় এলাকার নাগরিক পরিষেবা যেমন—শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশনসহ অন্যান্য মৌলিক সুবিধা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা এই দাবি নিয়ে ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশও প্রেরণ করেছেন। সংবাদ সম্মেলনে নেতারা ২০১৭ ও ২০২১ সালের স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী কুতুবপুরকে এনসিসি-তে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তারা স্পষ্ট জানিয়ে দেন, দাবি আদায় না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মো: আলাউদ্দিন, মো: জাহিদ আলম, মো: আউয়াল শেখ, মো: আনোয়ার হোসেন, মো: দেলোয়ার হোসেন, মো: নজরুল ইসলাম, মো: খোরশেদ আলম, মো: বাবুল মিয়া, মো: আব্দুল মালেক, মো: আবুল কালাম, মো: মজিবুর রহমান, মো: ইসমাইল হোসেন, মো: নাজমুল হুদা, মো: আব্দুল হাই, মো: মোখলেস মিয়া, মো: কবির হোসেন, মো: জাহাঙ্গীর আলম, মো: রফিকুল ইসলাম, মো: রুহুল আমিন, মো: আ. রহমান, মো: কবির ও মো: ইব্রাহিম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102