অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। অভিযানে সহায়তা করে জল, অবৈধ সংযোগ ও বিআরটিএ অপারেশন (জোবিঅ) নারায়ণগঞ্জ টিম।
অভিযান চলাকালে বিভিন্ন শিল্প কারখানা ও আবাসিক ভবনে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল আনুমানিক একশ পঞ্চাশ ফুট হুজ পাইপ, দুটি গ্যাস টানার মেশিন এবং কয়েকটি বার্নার। কারখানা অনুযায়ী জরিমানা ও পদক্ষেপের মধ্যে রয়েছে আয়ান স্টিল কিং (খানাটুলি কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও দুইশ ঘনফুট) মোট পাঁচশ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় পঞ্চাশ হাজার টাকা। রক্স টাইগার (কয়েল কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও তিনশ ঘনফুট) মোট ছয়শ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় এক লক্ষ টাকা।
আবাসিক বাড়ি (অবৈধ সংযোগ): মোট চুলার সংখ্যা চুয়ান্নটি ডাবল বার্নার, আনুমানিক এক হাজার একশ চৌত্রিশ ঘনফুট। মালিকপক্ষ অনুপস্থিত থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দুটি প্রায় দুই হাজার দুইশ চৌত্রিশ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন থেকে সম্পূর্ণভাবে কিলিং করা হয়। মোট জরিমানার অর্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার করা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও জনস্বার্থবিরোধী কার্যক্রম। এসব অবৈধ সংযোগের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে তিতাস গ্যাসের টেকনিক্যাল টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।