আজ মঙ্গলবার বিকেলে জামপুর ইউনিয়নের বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে জামপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল মুজাহিদ মল্লিক বলেন, দেশের কৃষকের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণ হচ্ছে, এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। বিএনপি সব সময় কৃষকদের সার, উচ্চ ফলনশীল বীজ ও কৃষি ঋণ দিয়ে সহায়তা করেছে। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। একদিন এই দেশ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হবে। তবে শিল্পের পাশাপাশি কৃষিকেও বাঁচিয়ে রাখতে হবে। বর্তমানে আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করছি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় উৎপাদন বাড়ানো হবে, যাতে দেশ পরনির্ভরশীলতা থেকে মুক্ত হতে পারে।”
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।
জামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েতুল্লাহ ও মোক্তার হোসেন, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, মাছুম মিয়া, সোহেল মিয়া, সিনিয়র সহসভাপতি তৈয়ব মিয়া ও সহসভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।
সমাবেশে স্থানীয় কৃষক, কৃষকদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।